hijab, হিজাব, হিজাব নয়, পোষাক বিধি মেনেই কলেজে আসতে হবে
" হিজাব নয়, পোষাক বিধি মেনেই কলেজে আসতে হবে" সরাসরি জানিয়ে দিল হাইকোর্ট | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বছরের শুরুতেই হিজাব ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় গোটা দেশজুড়ে। তবে সেই মামলার শুনানিতে জানানো হয়েছিল স্কুল বা কলেজ চত্বরে হিজাব পরে গেলেও ক্লাস রুমের ভিতরে হিজাব পরা চলবে না। কিন্তু আদালতের সেই শুনানি মানতে নারাজ ছাত্রীরা।

কর্ণাটক হিজাব ইস্যুকে কেন্দ্র করে তারা আবারও কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন। তবে সেই মামলার রায় শোনানো হয় গতকাল। হিজাব ইস্যুকে কেন্দ্র করে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন খারিজ করলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অভস্থি। গতকাল হিজাব মামলায় কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, ‘ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক নয়। শিক্ষা প্রতিষ্ঠানে পোষাক বিধি মেনেই চলতে হবে সবাইকে। হিজাব পরে ক্লাসরুমে আসা যাবে না কোনও মতেই।”

এই মামলার শুনানির পর হিজাব ছাড়া কলেজ যাবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন মামলা দায়ের করা মুসলিম ছাত্রীরা। তাদের দাবি আদালতের রায় “অসাংবিধানিক”। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত কোনমতেই ধর্মের সঙ্গে আপোষ করবেন না মামলা দায়ের কারী ছাত্রীরা। এছাড়াও তারা দাবি জানিয়েছেন, “ভারতীয় সংবিধান প্রত্যেকে নিজ নিজ ধর্ম মেনে চলার স্বাধীনতা দিয়েছে। যে যা চায় সেটাই পরতে পারে।”

হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করে কর্ণাটক সরকার একটি বড়সড় ইস্যু বানাতে চলেছে এমনটাই দাবি জানাচ্ছে মামলা দায়ের কারী ছাত্র ছাত্রীরা। স্কুল-কলেজে হিজাব পরে যাওয়ার সম্মতি না পাওয়ায় কর্ণাটকের ইয়দাগিরিতে বহু ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছে। হিজাব ইস্যুকে কেন্দ্র করে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এদিনও উত্তেজনা উঠেছে চরমে যার কারণে কর্নাটকের একাধিক স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার। তবে এই বিতর্কের শেষ কোথায়, সেটাই এখন দেখার বিষয়।