পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২১ শের মার্চ মাসে আমরা করোনা ভাইরাস মোকাবিলার এক বছর অতিক্রম করলাম। এই প্রাণঘাতি মারণ ভাইরাসটি সারা বিশ্বে যে পরিমাণ ত্রাসের সঞ্চার করেছিল তা বর্তমানে কিছু প্রশমিত হওয়ার সাথে সাথেই আবারও সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ত্রাসের সঞ্চার করেছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর মোকাবিলায় সারা বিশ্বে চলেছে প্রস্তুতি। বিশ্বের কিছু কিছু দেশে যেমন সাময়িক লকডাউনের ঘোষণা করেছে তেমনই কিছু কঠোর নিয়ম লাগু করেছে কিছু সরকার। আমাদের দেশেও করোনা পরিস্থিতি কিছুটা অস্বাভাবিকের দিকে চলেছে।
তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যের সরকার নিজেরদের মতো করে কিছু নিয়ম এবং বিধি নিষেধ লাগু করছে সাধারণ মানুষের ওপর। বিভিন্ন রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র সরকার কিছু অভিনব পন্থা গ্রহণ করেছে এই করোনা মোকাবিলায়।
মহারাষ্ট্রের নাসিক শহরে বিভিন্ন মার্কেটে ১ ঘণ্টার জন্য একজনের ঘোরার জন্য লাগু হয়েছে ৫ টাকা। যেহেতু সাধারণ মানুষ বিভিন্ন মার্কেট বা ওই জাতীয় স্থানে বেশী ভিড় জমায় সেক্ষেত্রে সরকার এই নতুন নিয়ম চালু করেছে। নাসিক শহরের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানান যে, যাতে পুনরায় লকডাউনের পরিস্থিতি তৈরি না হয় বা করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেক্ষেত্রে এই অবিনব পন্থা গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার।
যেহেতু সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে আগের মতো সেই ত্রাস নেই সেহেতু সাধারণ মানুষ করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ কিছুই মানছে না। ফলে মাস্ক এবং স্যানিটাইজার ছাড়া ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেই জন্যই যাতে আবারও লকডাউনের পরিস্থিতি না হয় সেই দিকে নজর রাখতেই মহারাষ্ট্র সরকারের এমন অভূতপূর্ব ভাবনা সত্যিই প্রশংসার যোগ্য।