news, sodepur, youtuber, suicide
সোদপুরে ইউটিউবার কিশোরীর আত্মহত্যার চেষ্টা, বাবা-মাকে ঘরে আটকে পাঁচতলা থেকে ঝাঁপ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সোমবার সোদপুর পিয়ারলেস নগরের এক আবাসনের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক কিশোরী। তিনি একজন ইউটিউবারও। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনার পর ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখান থেকে তাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পারিবারিক কোনও সমস্যার কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বলেন, কিছুদিন আগেই এই পরিবারটি এই আবাসনে আসেন। আর এনারা খুব একটা কারও সঙ্গে কথাও বলতেন না বা মিশতেনও না। তাই কেন এই ঘটনা ঘটলো সেটা স্পষ্ট করে বলতে পারেননি আবাসনের বাসিন্দারা।

একটি বিখ্যাত সংবাদমাধ্যমের কাছে আবাসনের কাছে থাকা চঞ্চল মিত্র নামক এক ব্যক্তি জানান, বয়স ১৪-র মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। মেয়েটি এই আবাসন থেকেই ঝাঁপ মারে। মা-বাবাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল সে। হয়ত ঘরে কোনও সমস্যা হয়েছিল। এক প্রতিবেশী চিৎকার চেঁচামেচি শুনে দরজা খুলে দেন। ততক্ষণে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে দেয় মেয়েটি। ওরা এখানে খুব বেশিদিন আসে নি। মেয়েটি পড়াশোনা করে, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, ছবি তোলে। নতুন যেহেতু ওদের সঙ্গে খুব একটা পরিচয় হয়নি। ৭টা ৩৫ থেকে ৭টা ৪০ নাগাদ ঝাঁপ দেয় মেয়েটি।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানান আবাসনের বাসিন্দারা। তারা বলেন ওই কিশোরী নাকি একজন ইউটিউবার। মেয়েটি ইউটিউবে ভিডিয়োর পাশাপাশি টিকটকেও অনেক ভিডিয়ো বানিয়েছিল এক সময়। আবাসনের লোকজনেরা জানান যে, সেই দিন সন্ধ্যায় বাবা-মাকে ঘরের ভিতর আটকে রাখে সে। বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপরই ছাদে চলে যায় মেয়েটি। এদিকে তাঁর মা এবং বাবা ভীষণ জোরে জোরে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনতে পান আবাসনের এক ভদ্রমহিলা। তিনি এসে দরজা খুলেই তারা ছুটে যান ছাদে। তবে ততক্ষণে কিশোরী ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়।