brazil's new coach, Zinedine Zidane, brazil, football, Neymar
নেইমারদের হেড স্যার হতে পারেন জিদান, ফরাসি তারকাকে নিয়ে নতুন চিন্তাভাবনা ব্রাজিল এর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এই বছর কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের পর, বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয় তাদের। তারপর ব্রাজিলিয়ান কোচ তিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে আসেন। তবে তার যোগ্য বিকল্প হিসাবে এখনো কাউকে খুঁজে পাইনি সেলেকাওরা।

তবে তিতের পর সম্ভাব্য কোচ এর তালিকায় এবার যুক্ত হতে চলেছে আরও একটি বড় নাম। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান (Zinedine Zidane) হতে পারেন ব্রাজিলের নতুন কোচ। রবিবার এক ফরাসি সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে, ফ্রান্সের এই প্রাক্তন তারকাকে নিয়ে নতুন ভাবনাচিন্তা শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আগেই জল্পনা শুরু হয়েছিল, পরের বছর দিদিয়ে দেশঁ-এর উপযুক্ত উত্তরসূরি হিসেবে ফরাসি দলের কোচ হতে চলেছেন জিনেদিন জিদান।

কিন্তু এইবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারার পর দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকেই কোচ হিসাবে রেখে দেয়ার কথা জানিয়েছে ফ্রান্স ফুটবল সংস্থা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক সংবাদমাধ্যমে জানিয়েছেন দেশঁকে ভবিষ্যতে কোচ হিসেবে দেখলে ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হবেন তিনি । এই কারণেই নতুন কোন নাম নিয়ে ভাবছেন না ফরাসি ফুটবল ফেডারেশন। অর্থাৎ জিনেদিন জিদানের জাতীয় দলের কোচ হওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এইবারের কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। তারপরেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন ব্রাজিলিয়ান কোচ তিতে। কিন্তু তার যোগ্য বিকল্প হিসেবে এখনো কাউকে খুঁজে পাইনি সেলেকাওরা। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল এএস রোমা বর্তমান কোচ হোসে মরিনহোকে কোচের দায়িত্বে নিয়ে আসার জন্য আগ্রহী ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষরা। কিন্তু তার নিজের দেশ পর্তুগাল কোচ হিসেবে পেতে চান এই প্রাক্তন চেলসির ম্যানেজারকে। অন্যদিকে হোসে মরিনহো জানিয়ে দিয়েছেন এএস রোমা কোচিং এর মুহূর্ত বেশ দারুন ভাবে উপভোগ করছেন তিনি।

শেষবারের মতো ২০২০ মৌসুমে রিয়াল মাদ্রিদ এর ম্যানেজারের পদ থেকে বেরিয়ে আসার পর ফুটবলের সঙ্গে পুরোপুরি ভাবে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এই প্রাক্তন ফরাসি তারকা জিদানের। এছাড়াও ব্রাজিলের কোচিং এর দায়িত্ব নিতে ইতিমধ্যে রাজি হয়ে গেছেন প্রাক্তন পিএসজি কোচ মৌরিসিয়ো পোচেত্তিনো এবং প্রাক্তন চেলসি ম্যানেজার টমাস টুহল। তবে ব্রাজিল শিবির এখন ভাবছে শুধু জিদানর সম্পর্কে। একমাত্র প্রাক্তন ফরাসি তারকাই পারেন ২০২৬ এর বিশ্বকাপের আগে দলকে সঠিক ভাবে প্রস্তুত করতে, এমনটাই মনে করছে ব্রাজিল ফুটবল সংস্থা।