fire, fire in a church during christmas, অগ্নিকাণ্ড, বড়দিনের দিন গির্জায় অগ্নিকাণ্ড
কসবার গির্জায় দুর্ঘটনা ! বড়দিনের প্রার্থনায় এসে অগ্নিদগ্ধ ১০ বছরের বালিকা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা পৃথিবীর মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মেতে ওঠেন আনন্দে। তেমনই বড়দিনের আনন্দে মেতে উঠেছিল গোটা কলকাতাবাসী। কিন্তু কসবার এক গির্জায় সেই আনন্দ রূপান্তরিত হলো বিষাদে। বড়দিন উপলক্ষে প্রচুর মানুষ জড় হয়েছিল কসবার ওই গির্জায়। আর গির্জায় সাজানো মোমবাতি থেকে ঘটল অগ্নিকান্ড।

আর অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয় দশ বছরের এক বালিকা। তাকে উদ্ধার করতে গিয়ে আংশিক দগ্ধ হয়েছেন কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে, গত রবিবার সন্ধ্যায় কসবার টেগোর পার্কের কাছে এক গির্জায়। সূত্রের খবর, ওই বালিকাকে তৎক্ষণাৎ উদ্ধার করে ভর্তি করা হয়েছে মানিকতলার ইএসআই হাসপাতালে। বালিকার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ইএসআই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, বড়দিন সন্ধ্যাবেলায় ওই গির্জায় আগুন লাগে। আহত মেয়েটির বয়স ১০ বছর। কসবা অঞ্চলেই বাড়ি তার। বড়দিন উপলক্ষে পরিবারের সঙ্গে সে গির্জায় ঘুরতে গিয়েছিল। প্রথা অনুযায়ী বড়দিনে মোমবাতি দিয়ে সাজানো হয় গির্জাগুলি।

এছাড়াও গির্জায় ঘুরতে আসা দর্শনার্থীরা মোমবাতি জ্বালিয়ে থাকেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন। আহত মেয়েটি ওই আলোকসজ্জা ক্যামেরাবন্ধী করছিল। সেই সময় আচমকা কোনো ভাবে মোমবাতি থেকে তার পোশাকে আগুন লাগে। অতিদাহ্য পদার্থে তৈরি শীত বস্ত্র পরিহিত থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় উপস্থিত দর্শনার্থী এবং পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে উপস্থিত সকলেই গির্জার মধ্যেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কসবা থানার এক সাব-ইন্সপেক্টর। তিনি মেয়েটিকে জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

আগুনে তারও হাতের কিছুটা অংশ পুড়ে যায়। তারপর উপস্থিত কয়েকজন দর্শনার্থীর প্রচেষ্টায় কোনভাবে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই বালিকাকে নিয়ে যাওয়া হয় মানিকতলার ইএসআই হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ওই পুলিশকর্মীকে।