ঋষভ পন্থ, Rishabh Pant, car accident, গাড়ি দুর্ঘটনা, Uttarakhand
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, ভর্তি করা হয়েছে হাসপাতালে

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। শুক্রবার ভোরে ৫.৩০ মিনিটে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে দলে ছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লিতে ফিরে ছিলেন তিনি। শ্রীলংকা সফরে দলে সুযোগ না পাওয়ায় দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়ির দিকে ফিরছিলেন তিনি। সেই সময়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে তার গাড়ি। মাথা থেকে পিঠে একাধিক জায়গায় চোট পেয়েছেন এই ভারতীয় তারকা।

জানা গিয়েছে, গাড়ি চালাচ্ছিলেন ঋষভ পন্থ নিজেই। দিল্লি -দেহরাদুন হাইওয়ের রুরকির কাছে দুর্ঘটনা ঘটে তার গাড়ির। গাড়িটি গিয়ে ধাক্কা খায় ডিভাইডারের সঙ্গে। স্থানীয় লোকের মাধ্যমে জানা যায় ধাক্কা লাগার কিছুক্ষণ পরেই আগুন লেগে যায় গাড়িতে। ঋষভ পন্থকে প্রাথমিকভাবে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঋষভ পন্থ, Rishabh Pant, car accident, গাড়ি দুর্ঘটনা, Uttarakhand
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, ভর্তি করা হয়েছে হাসপাতালে

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে দলে ছিলেন এই ভারতীয় উইকেট রক্ষক। শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজে এবং টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকায়। নিজের বাড়ির দিকে নতুন বছর পরিবারের সাথে কাটাবেন বলে ফিরছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাওয়ার কথা ছিল তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রস্তুতি নেওয়ার জন্যই এনসিএ তে যাওয়ার কথা ছিল।

উত্তরাখণ্ড পুলিশ জিডিপি অশোক কুমার বলেছেন, ডিভাইডারের সঙ্গে গাড়ি ধাক্কা লাগার পরেই ঋষভ জানতে পারেন যে, বড় দুর্ঘটনা হয়ে গেছে। তাই নিজেকে বাঁচানোর জন্য গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন তিনি। পরে আগুন লেগে যায় সেই গাড়িতে। দাও দাও করে গাড়িটিকে জ্বলতে দেখা যায় কিছুক্ষনের মধ্যেই। গাড়ির মধ্যে থাকলে আরো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত ঋষভ এর। নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন তাই আরও বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পান তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় এবং পায়ে আঘাত পেয়েছেন পন্থ। হাসপাতালের চিকিৎসক সুশীল নগর জানিয়েছেন, ঋষভ পন্থ এর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।