vande bharat express train, narendra modi, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, নরেন্দ্র মোদী, howrah, new jalpaiguri
কলকাতা থেকে উত্তরবঙ্গ মাত্র ৮ ঘণ্টায়, আজ হাওড়া থেকে ছুটতে শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আজ ৩০শে ডিসেম্বর শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) উদ্বোধনে সেজে উঠলো হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম। প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হল পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী তাঁর মায়ের মৃত্যুর কারণে আসতে পারলেন না বাংলায়। ফলস্বরূপ, শুক্রবার ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুধু বন্দে ভারত এক্সপ্রেসই নয়, তার সাথে ভার্চুয়ালি উদ্বোধন করলেন দীর্ঘ প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো রেল এর। এদিন হাওড়া স্টেশনে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শেষ হওয়ার পরই নরেন্দ্র মোদী ভার্চুয়ালিভাবে সবুজ পতাকা নেড়ে সূচনা করলো বন্দে ভারত এক্সপ্রেসের। তবে এদিন হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যপাল ও রেলমন্ত্রীও। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবার পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের। খুব কম সময়েই পৌঁছানো যাবে দার্জিলিং-কার্শিয়াং-এ।

বন্দে ভারত এক্সপ্রেস সূচনা পর্বে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম লাল কার্পেটে সুন্দরভাবে সেজে উঠেছিল।  এর পাশাপাশি ভিডিও, সেলফি তোলার ভিড়ও দেখা গিয়েছে প্ল্যাটফর্মের চারিদিকে। তবে এদিন মঞ্চে উঠতে অস্বীকার করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি মঞ্চের নীচে দাঁড়িয়েই বক্তৃতা দিয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানের।

জানা গিয়েছিল, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাওড়া স্টেশনে স্ব-শরীরে উপস্থিত থেকে হাওড়া টু নিউ জলপাইগুড়ি পৌঁছানোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। কিন্তু হঠাৎ করে মায়ের মৃত্যুর খবর শুনে তিনি রওনা দেন আমেদাবাদে। ফলসরূপ, ভার্চুয়ালভাবেই সূচনা করেন বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যান্য প্রশাসনিক কাজকর্ম তিনি অন্য সময় করবেন বলে জানিয়েছেন।

তবে শুক্রবার অর্থাৎ ৩০শে ডিসেম্বর এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়া টু নিউ জলপাইগুড়ির প্রত্যেকটি স্টেশনে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। এর পাশাপাশি এই সূচনা পর্বকে স্মৃতি করে রাখার জন্য রেল কর্তৃপক্ষ প্রত্যেক স্টেশনে বিশেষ ব্যবস্থা করেছে। আজ হাওড়া স্টেশন ছেড়ে মোট ১৭টি স্টেশন পেরিয়ে এই সর্বোচ্চ গতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ি পৌঁছাবে রাত ৯টা ২০মিনিটে। এই কম সময়ের জার্নিতে বেশ লাভবান হতে চলেছে রাজ্যবাসী।