জম্মু-কাশ্মীর, jammu and kashmir, terrorist attack, srinagar, শ্রীনগর
ছবি - প্রতিকি ছবি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বুধবার সন্ধ্যাবেলায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি জনপ্রিয় ধাবাতে কিছু সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা ধাবার মধ্যে একজন ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে এটি একটি সন্ত্রাসবাদী হামলা।

যেই ব্যক্তির গায়ে গুলি লেগেছে উনি হলেন ওই ধাবার মালিকের ছেলে আকাশ মেহেরা। তাকে গুলি লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শুশ্রূষা চলছে। ঘটনাস্থলে জম্মু-কাশ্মীর পুলিশ পৌঁছে জানিয়েছে “একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। আমাদের পুলিশ অফিসাররা যে এই ঘটনা কিভাবে ঘটানো হয়েছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে।”

একটি সন্ত্রাসবাদী সংগঠন ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের নতুন আইন দায়ী। যেখানে যেকোনো ভারতের রাজ্যের বাসিন্দাকে জম্মু-কাশ্মীরের নতুন সম্পত্তি কিনতে পারবে বলা আছে। ওই সংগঠনের তরফ থেকে আরও বলা হয়েছে যে এরকম আরো হামলার জন্য প্রস্তুত হও।

সবথেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হলো গতকালের এই ঘটনা এমন সময় ঘটেছে যখন জম্মু-কাশ্মীরের পরিস্থিতি যাচাই করার জন্য ২৪ জন বিদেশি দূত শ্রীনগরে ছিলেন। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ওই ধাবাটি জম্মু-কাশ্মীরের হাই কোর্টের প্রধান বিচারপতির বাসভবনের পাশাপাশি অবস্থিত।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেয়ার পর থেকে এটি চতুর্থবার যে কোন বিদেশী কূটনীতিবিদদের কেন্দ্র সরকারের তরফ থেকে জম্মু-কাশ্মীর ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের হেভিওয়েট নেতা মেহবুবা মুক্তি এবং ওমর আব্দুল্লাহ।

গতবছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বিক্ষিপ্তভাবে সচল করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রথমে টুজি এবং থ্রীজি ও কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের ফোর জি ইন্টারনেট পরিষেবা সচল করা হয়েছে।