
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মাত্র এক সপ্তাহ আগের ঘটনা, তীব্র গরমে ফাল্গুনের শেষে এসেই গলদঘর্ম অবস্থা ছিল বঙ্গবাসীর। ঝেপে বৃষ্টি নামায় রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত আগামী ৪৮ ঘন্টা এরূপ আবহাওয়া বজায় থাকবে। তবে এ বছর পুরো গরম কাল জুড়েই মাঝে মাঝে কালবৈশাখী সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিন কেমন থাকবে আজকের (২০শে মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৬ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২১ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯৪ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৭ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৪২মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪৮মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি এই তিন পার্বত্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার সাথে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। গত বুধবার থেকে উত্তরবঙ্গে মাঝে মাঝেই বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ আগের তুলনায় অনেকটাই নিম্নগামী হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি যথা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই জেলাগুলিতেও বৃষ্টির সাথে সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টিপাতের দরুন ২-৩ দিন তাপমাত্রা তেমন কোন পরিবর্তন আসবে না। তবে দুর্যোগ কেটে যাওয়ার পর থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল পর্যন্ত মোটের উপর পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মাঝে মাঝেই বৃষ্টিপাত হওয়ার কারণে গোটা পশ্চিমবঙ্গের মতো কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা কম থাকবে।